হর্টিকালচারের উত্তরের বধ্যভূমি, রাজশাহী
জোহা হল (রাজশাহী) ক্যাম্পে ধরে এনে নির্যাতনের পর যাঁদের হত্যা করা হয় তাঁদের কোনো রকমে মাটিচাপা দিয়ে রাখা হয়েছিল হর্টিকালচারের উত্তরের বধ্যভূমিতে। এখানেই আবিষ্কৃত হয় বাংলাদেশের সব থেকে বড় গণকবর। এখানে মাটি খোঁড়ার পর উঠে আসে নাম না জানা প্রায় এক সহস্র শহীদের নরকঙ্কাল।
এছাড়া রাজশাহীতে বিনোদপুর বাজার, বিহারিপাড়া, প্রেমতলী, পুলিশ লাইন, তালাইমারী এবং জেবের মিয়ার ইটের ভাটায় বধ্যভূমি ও গণকবর রয়েছে।
[৩৪] ডা. এম.এ. হাসান
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত