সৈয়দপুর টেকনিক্যাল স্কুল বধ্যভূমি, নীলফামারী
পাকিস্তানি আর্মি ও তাদের সহযোগীরা এই স্কুলটিকে হত্যা ও নারী নির্যাতন কেন্দ্রে পরিণত করে। ১ এপ্রিল মেজর গুল, মেজর জাভেদ বখতিয়ার, কর্নেল শফিসহ কয়েকজন পাক আর্মি বাড়ি থেকে ধরে এনে প্রকৌশলী ফজলুর রহমান, তাঁর ভাই মেডিক্যাল প্রথম বর্ষের ছাত্র রফিকুল ইসলাম, এসএসসি পরীক্ষার্থী ভাগিনেয় আনোয়ার হোসেন এবং রুহুল আমিনকে এখানে হত্যা করে। ফজলুর রহমানের স্ত্রী সুরাইয়া বেগমসহ অন্তত ৬-৭শ নারীকে এই স্কুলে আটকে রেখে দিনের পর দিন পাশবিক নির্যাতন চালানো হয়। ২ এপ্রিল অবাঙালি ড্রাইভার আবিদের নেতৃত্বে ফজলুর রহমানের বাড়ি লুট করা হয়। এছাড়া নীলফামারী কলেজে একটি বধ্যভূমি রয়েছে।
[৩৪] ডা. এম.এ. হাসান
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত