You dont have javascript enabled! Please enable it! 1971.11.04 | সোহাগদল গণকবর | পিরোজপুর - সংগ্রামের নোটবুক

সোহাগদল গণকবর, পিরোজপুর

স্বরূপকাঠির সোহাগদল গ্রামে একই পরিবারের ৭ জন পাকহানাদার বাহিনীর গুলিতে নিহত হন। পাকবাহিনী ইন্দরহাট বন্দর জ্বালিয়ে দিয়ে চলে যাওয়ার সময় রাজাকারদের সহায়তায় সোহাগদল গ্রামের বরচাকাঠির মাঝিবাড়ি আক্রমণ করে। সেখানে মুক্তিযোদ্ধারা এসে থাকতেন এবং এলাকার খবরাখবর সংগ্রহ করতেন। রাজাকারদের সংবাদের ভিত্তিতে পাকবাহিনী এই বাড়ির সুলেমান মিয়ার বাড়ি থেকে তাদের ধরে নিয়ে যায়। ৮ নভেম্বর একই দড়িতে বেঁধে সোহাগদল ভূমি অফিসের সামনে দাঁড় করিয়ে পেছন থেকে ব্রাশফায়ার করে হত্যা করে। দুদিন পর গ্রামের ৪ জন লোকের সহায়তায় বরচাকাঠিতে নদীর পাড়ে তাদের মাটিচাপা দিয়ে রাখা হয়। দাফনের কাপড়ের অভাবে গ্রামবাসী এ ৭ শহীদকে একই কবরে মাটিচাপা দিয়ে রাখেন।
[৪৪১, ৪৪৭] রিয়াজ আহমেদ

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত