সুন্দরগঞ্জ থানা বধ্যভূমি, গাইবান্ধা
সুন্দরগঞ্জ থানা সদরে অবস্থিত বর্তমান শহীদ মিনারের স্থলে পাকহানাদাররা ১৮ জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বারকে হত্যা করে পুঁতে রেখেছিল। এটি এই থানার সবচেয়ে বড় বধ্যভূমি। এই বধ্যভূমিতে কমপক্ষে একশ লোককে মেরে মাটিচাপা দিয়েছিল। হতভাগ্যদেরকে বিভিন্ন এলাকা থেকে ধরে এনে এখানে হত্যা করেছে।
নলডাঙ্গা-বামনডাঙ্গা রেলপথে যাত্রীদের চলন্ত ট্রেন থেকে বাইরে ধাক্কা দিয়ে ফেলে দিত। এভাবে অজ্ঞাতনামা যাত্রী প্রাণ দিয়েছে। এই হতভাগ্য ট্রেন যাত্রীদের লাশ রেল লাইনের পাশেই পড়ে থাকত এবং নিকটবর্তী গ্রামবাসী সেগুলো কবর দিত। পাক হায়েনারা ব্রহ্মপুত্র-তিস্তার মোহনায় (লাল চামার নামক স্থানে) বাঁধের নিচে অসংখ্য মানুষকে গুলি করে পুঁতে রেখেছে।
[৫৮০] ড. মো. মাহবুবর রহমান
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত