You dont have javascript enabled! Please enable it!

সুলতানপুর আটপুকুর বধ্যভূমি ও নির্যাতন কেন্দ্র, সাতক্ষীরা

সাতক্ষীরা শহরে সুলতানপুর পালপাড়া খালের ধারে হত্যা করা হতো বাঙালিদের। হানাদার বাহিনী ও তার দোসর রাজাকাররা হত্যাযজ্ঞ চালাত শহরের আটপুকুর এলাকায়। শহরের সুলতানপুরের পিটিআই স্কুলসহ রাজ্জাক পার্কসংলগ্ন বর্তমান আওয়ামী লীগ নেতা রুহুল আমিনের বাড়িটি রাজাকাররা ব্যবহার করত ‘টর্চার সেল’ হিসেবে। এছাড়া পিএন স্কুলের একটি হলরুম ব্যবহার হতো রাজাকারদের টর্চার সেল হিসেবে। মুক্তিযোদ্ধাদের ধরে এনে এখানে নির্যাতনের পর হত্যা করে ট্রাকে করে নিয়ে যাওয়া হতো অন্য স্থানে।
[৩৪৩] মিজানুর রহমান

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত