You dont have javascript enabled! Please enable it! সেতাবগঞ্জ গণহত্যা | দিনাজপুর - সংগ্রামের নোটবুক

সেতাবগঞ্জ গণহত্যা, দিনাজপুর

সেতাবগঞ্জ দিনাজপুর জেলায় অবস্থিত এবং উত্তরবঙ্গের চিনিকলের জন্য বিখ্যাত। মুক্তিযুদ্ধের সূচনালগ্নেই পাকবাহিনী দিনাজপুরে প্রতিরোধের সম্মুখীন হয়। জেলার সবগুলো বর্ডার আউট পোস্ট বা বিওপি থেকে বাঙালি ইপিআরদের একত্রিত করার ক্ষেত্রে সেতারগঞ্জ চিনিকলের গাড়িগুলো সবচেয়ে বেশি অবদান রাখে। সেই জন্য পাকবাহিনীর আক্রোশ ছিল সেতারগঞ্জ চিনিকলের ওপর। তারা চিনিকলের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় বাঙালিদের চিনিকলে ধরে এনে নির্যাতনের মাধ্যমে নির্মমভাবে হত্যা করে। এলাকায় ত্রাসের সৃষ্টি করে। এছাড়া বিরল, কাহারোল, বীরগঞ্জ থেকে সন্দেহভাজন বাঙালিদের ধরে এনে সেতাবগঞ্জ থানা উন্নয়ন কেন্দ্রের সামনে ও সেতাবগঞ্জ-দিনাজপুর রোডের এক মাইল এলাকাজুড়ে প্রতিনিয়ত নারকীয় যন্ত্রণা দিয়ে অগণিত নিরীহ বাঙালিকে পাকবাহিনী হত্যা করেছে।
জল্লাদরা বলত ‘বাঙাল মুল্লুক মে বাঙালি নেহি রাখে গা’।
[৩৭৫] মঞ্জুমা সেলিম

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত