You dont have javascript enabled! Please enable it!

সিঙ্গিয়া মোড়ের গণহত্যা, যশোর

যশোর শহর তখন প্রায় জনশূন্য। গ্রামের হাজার হাজার মানুষ পাকহানাদার বাহিনী ও লুন্ঠনকারীদের দ্বারা অত্যাচারিত হয়ে (সংখ্যালঘু সম্প্রদায়ের লোকসহ প্রগতিশীল মুসলিম কর্মী) ভারতে পাড়ি জমাচ্ছে। এই সমস্ত অসহায় জনতার ওপর পাকবাহিনী, অবাঙালি ও মুসলিম লীগ, জামায়াতে ইসলামীর লুটেরারা অত্যাচার করছে। ১৫ মে তারিখে অভয়নগর মাগুরা বাজারে এমনি একটি মর্মান্তিক ঘটনা ঘটে। ভারতগামী লোকদের আটকে রেখে তাদের সর্বস্ব কেড়ে নেয়া হয় এবং বহু নারী অপহরণ করা হয়। অপরটি ঘটে ২০ মে তারিখে সিঙ্গিয়া মোড়ের কাছে যশোর-খুলনা পাকা রাস্তার উপরে। এখানে পাকবাহিনী একটি কাফেলার ওপর গুলিবর্ষণ করে বহু লোককে নিহত করে।
[৭] আবু আক্কাস আহমেদ

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!