সিভিল সার্জন পাহাড় কসাইখানা, সিলেট
সিলেট শহরে একটি কসাইখানা ছিল। এটি ছিল সিভিল সার্জনের পাহাড়ের ওপর অবস্থিত বাংলোয়। এপ্রিল মাসের শেষে দিকে এখান থেকে কসাইখানা সরিয়ে নেয়া হয়। সে সময় এখানে অনেক লোককে হত্যা করা হয়েছে। তাঁদের পুঁতে রাখা হতো না। এদিকে-সেদিকে ফেলে দেয়া হতো। তখন সারাদিন সেখানে শেয়াল-শকুনের ভিড় লেগে থাকত। মানুষের শরীরের পচা দুর্গন্ধে তখন এ পথ দিয়ে মানুষের চলাচল কষ্টসাধ্য ছিল।
সিলেট শহরের এই দুটো বধ্যভূমি ছাড়াও জেলায় আরও কয়েকটি বধ্যভূমি রয়েছে। এগুলো হচ্ছে খাদিমনগর, আদিত্যপুর, বরুঙ্গা, ভাটপাড়া-গালিমপুর, হরিকোণা, উমরপুর প্রভৃতি। হত্যাকাণ্ডের পর সবাইকে একটি গর্তে মাটিচাপা দিয়ে সৈন্যরা ফিরে যেত তাদের ছাউনিতে, মেতে উঠত বিজয় উল্লাসে।
[৩৫১] সংকলন
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত