You dont have javascript enabled! Please enable it!

সিরামিক ফ্যাক্টরি বধ্যভূমি, ঢাকা

মিরপুর ১২ নং সেকশনের সিরামিক ফ্যাক্টরির প্রবেশপথের ডান দিকের ঢালে একটা উঁচু জমি, কুয়ো এবং ডোবা ছিল। ঐ স্থানে এবং আশপাশে অসংখ্য ইটের স্তূপের ফাঁকে প্রায় নিয়মিতভাবে নিরপরাধ বাঙালি বন্দিদের নিয়ে কখনো জবাই করে কখনো ভারী জিনিসের আঘাতে মাথা থেঁতলিয়ে হত্যা করা হতো। অধিকাংশ লাশ ঐ জলায় এবং কুয়োয় ফেলে দেয়া হতো। স্বাধীনতার পর জনগণ ও মুক্তিবাহিনীর সদস্যরা বেশ কিছু লাশ ঐ এলাকা থেকে উদ্ধার করেন।
স্বাধীনতা যুদ্ধ চলাকালে পাকিবাহিনীর অবরুদ্ধ গাড়ির আনাগোনা ছিল সিরামিক কারখানায়। এ ছাড়া সন্ধ্যার পর কারখানার ট্রাকগুলোর গতিবিধি ছিল সন্দেহজনক। কারখানার ভেতর নিরপরাধ মানুষদের নির্যাতন ও হত্যা করা হতো।
[৩৪] ডা. এম.এ. হাসান

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!