You dont have javascript enabled! Please enable it! সীতাকুণ্ডু শিবনাথ পাহাড় ও মিরসরাই থানা সংলগ্ন বধ্যভূমি | চট্টগ্রাম - সংগ্রামের নোটবুক

সীতাকুণ্ডু শিবনাথ পাহাড় ও মিরসরাই থানা সংলগ্ন বধ্যভূমি, চট্টগ্রাম

সিভিল পাইওনিয়ার ফোর্স পাকবাহিনীর সহায়তায় সীতাকুণ্ডের শিবনাথ পাহাড় ও মিরসরাই থানা এলাকায় হাজার হাজার বাঙালিকে বিভিন্ন স্থান থেকে ধরে এনে হত্যা করে এখানে ফেলে রাখত। ১৯৭১-এ দৈনিক পূর্বদেশের প্রতিনিধি এ বিষয়ে বলেন, মিরসরাইয়ের জোয়ারগঞ্জ এবং ওয়্যারলেস এলাকায় মানুষ জবাই করার স্থায়ী কেন্দ্র স্থাপন করা হয়েছিল। রাস্তা, বাস, ট্রাক এবং ট্রেন থেকে হাজার হাজার লোককে ধরে এনে আটক রাখা হতো এবং প্রতিদিন ৫০ অথবা ১০০ জন করে হত্যা করা হতো। এ সমস্ত এলাকায় অসংখ্য কবর আজও দেখতে পাওয়া যায়। সে সময় মানুষের পরিহিত কাপড়, জুতা, স্যান্ডেল ইত্যাদিও সেখানে পড়ে ছিল। স্থানীয় জনসাধারণের ধারণামতে শুধু মিরশ্বরাই ও সীতাকুণ্ডের বধ্যভূমিগুলোতে ১৫ থেকে ২৫ হাজার লোককে হত্যা করা হয়েছে।
[১৩৭] দিলরুবা বেগম

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত