সুধীর পালের বাড়ি গণহত্যা, সিলেট
সিলেট জেলার জকিগঞ্জের ইলাবাদ গ্রামে সুধীর পালের বাড়ি। সেখানে গণহত্যা সংঘটিত হয়। মুক্তিযুদ্ধের সময় ইলাবাদ ড্রামের মুক্তিযোদ্ধা মুতাহির আলী ও মোতালেব নামে দুই মুক্তিযোদ্ধার পিতা জালালউদ্দিনকে ধরে নিয়ে আসা হয়। একই কারণে মুক্তিযোদ্ধা আবু হোসেনের পিতা মতছিল আলী, শামসুল হকের পিতা ও চাচা এবং মুক্তিযোদ্ধাদের সাহায্যকারীদের হাতিডহর গ্রাম থেকে ধরে নিয়ে আসে হানাদারেরা সুধীর পালের বাড়ির সামনে। জকিগঞ্জের বিভিন্ন গ্রামের মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যসহ ২১ জন বাঙালিকে তাদের বাড়ি হতে ধরে নিয়ে আসে পাকহানাদারেরা। এদের সবাইকে বধ্যভূমিতে জড়ো করে তাদের নিজ হাতে কবর খনন করিয়ে গর্তে ফেলে নির্বিচারে গুলি করে হত্যা করেও গণকবর দেয় পাকহানাদারেরা।
[৫৫] গুলনাহার তুহীন
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত