You dont have javascript enabled! Please enable it! 1971.08.15 | সাহেবনগর গণহত্যা | মেহেরপুর - সংগ্রামের নোটবুক

সাহেবনগর গণহত্যা, মেহেরপুর

আগস্টের ১৫ তারিখে ফুলবাড়ি ক্যাম্প থেকে ৮ জন মুক্তিযোদ্ধা মেহেরপুরের সাহেবনগরের সালাম সর্দারের বাড়িতে শেল্টার নেন পাকসেনার বিরুদ্ধে গোপন অভিযান পরিচালনার জন্য। কিন্তু গোপন সংবাদ পেয়ে পাকসেনারাই এসে ঐ বাড়ি ঘিরে বেপরোয়া গুলি চালিয়ে ৩ জন মুক্তিযোদ্ধা এবং ৩ জন গ্রামবাসীকে নির্মমভাবে হত্যা করে। শহীদ ৩ মুক্তিযোদ্ধাকে ঘরের মধ্যে রেখেই তারা ঘরে আগুন জ্বালিয়ে দেয়।
[১০৩] রফিকুর রশীদ

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত