সিকারপুল গণহত্যা, সিলেট
মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদারেরা সিলেট জেলার সদরে সিকারপুলে গণহত্যা চালায়। সিলেটের বিভিন্ন অঞ্চল থেকে বাঙালিদের ধরে এনে একত্র করে পুলের নিচে, উত্তর পাশে গুলি করে হত্যা করে। পরে শহীদদের লাশ গর্ত করে মাটিচাপা দেয়।
[৫৫] গুলনাহার তুহীন
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত