সরিষাবাড়ি, পাতপাড়া গ্রাম গণহত্যা, জামালপুর
সরিষাবাড়ি, পাতপাড়া গ্রামে ৭ জুলাই ১৯৭১, গ্রামবাসী লাঠিসোটা, দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পাকসেনাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু সশস্ত্র পাকিস্তানিদের হাতে নিহত হন তাঁদের অনেকেই। হযরত আলী, রুস্তম আলী, বদরুদ্দিন, জদু আকন্দ, মাহমুদ সরকার, ছলিম উদ্দীন সরকার, আতাউর রহমান, খোকা মিয়া, ভোলা মিয়া, জহরউদ্দীন, কালাচান, নাজের উদ্দীন, তৈয়ব আলী, আব্দুস সাত্তার, জতুল্লাহ মাঝি, ইন্তু মুসল্লি, আববোলা শেখ, খোকা ঘোষ, জীতেন্দ্র ঘোষ তাঁদের মাঝে
কয়েকজন মাত্ৰ।
[৩৪] ডা. এম.এ. হাসান
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত