You dont have javascript enabled! Please enable it! সাঘাটা থানা বধ্যভূমি | গাইবান্ধা - সংগ্রামের নোটবুক

সাঘাটা থানা বধ্যভূমি, গাইবান্ধা

সাঘাটা হাইস্কুলের সামনে ওয়াপদা বাঁধের পূর্ব ও পশ্চিম পাশে একটি বধ্যভুমি ছিল। স্থানটি খাস জমি। ভুমিহীন কৃষক তাজুল ইসলাম বাঁধের নিচে এই খাসজমিতে বাড়ি তৈরির সময় ৪টি মাথার খুলি পায়। আশপাশে খনন করলে আরও কঙ্কাল বের হতে পারে। স্থানটি চিহ্নিত করা হয়নি। ওয়াপদা বাঁধ দিয়ে যারা যাওয়া-আসা করত সেই সব পথিকদের ধরে এখানে হত্যা করে পুঁতে রাখত।
[৫৮০] ড. মো. মাহবুবর রহমান

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত