সাধু বাবার গাছতলা বধ্যভূমি, সিলেট
পাকহানাদার ও তাদের দোসররা ১নং বিডিআর ক্যাম্পের (সিলেট) নিকটস্থ সাধু বাবার গাছতলা নামক স্থানটিকে বধ্যভূমি হিসেবে ব্যবহার করত। বিভিন্ন স্থান থেকে লোকজন ধরে এনে এখানে হত্যা করা হতো। স্বাধীনতার পর এই গাছতলা মানুষের কঙ্কালে পরিপূর্ণ ছিল।
[৩৪] ডা. এম.এ. হাসান
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত