শেরপুর ঝিনাইগাতীর বধ্যভূমি, শেরপুর
শেরপুর ঝিনাইগাতীর আহম্মদনগরে ক্যাম্প করে পাকবাহিনী ও রাজাকারেরা। শেরপুরের ঝাউগড়া, সূর্যদি, নালিতাবাড়ির কাকরকান্দি, সোহাগপুর, জগতপুর গ্রামে নৃশংস গণহত্যা চালায় পাকবাহিনী। শেরপুর কলেজের ছাত্র গোলাম মোস্তফাকে পরীক্ষার হল থেকে বের করে নিয়ে গুলি করে হত্যা করা হয়। তারা কলেজের অধ্যক্ষ শিক্ষাবিদ সৈয়দ আবদুল হান্নানকে ঝিনাইগাতীর বধ্যভূমি আহম্মদনগরে নিয়ে নির্যাতন করে। সীমান্তের ধানুয়া কামালপুরে ছিল হানাদার বাহিনীর মূল ঘাঁটি। এ ছাড়াও শেরপুরে আহম্মদনগরে আরও একটি বধ্যভূমি রয়েছে।
[৩৪] ডা. এম.এ. হাসান
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত