You dont have javascript enabled! Please enable it!

শ্মশানঘাট বধ্যভূমি ও বারোঘরিয়া গণকবর, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের দুটো অঞ্চল শ্মশানঘাট ও বারোঘরিয়া। ১৯ এপ্রিল পাকসেনারা এ অঞ্চলে অতর্কিত আক্রমণ করে দোকানপাট, ঘরবাড়ি জ্বালিয়ে দেয়, নিরীহ জনগণ যাকে সামনে পায় তাকেই গুলি করে হত্যা করে। এ সমস্ত লাশ তৎকালীন সময়ে শহরের শ্মশানঘাটে ফেলা হয়। তাছাড়া বারোঘরিয়া এলাকায় ৫ জন, ১০ জন বা তারও বেশি মানুষকে একত্রে গণকবর দেয়া হয়। পাকবাহিনীর মেজর শেরওয়ানী, মেজর সাজিদ, মেজর ইউনুস, ক্যাপ্টেন চীমা, মেজর ইকবাল এ এলাকায় হত্যাকাণ্ড, নারী নির্যাতন, ধ্বংসযজ্ঞের সঙ্গে জড়িত ছিল বলে জানা যায়।
[৩৪] দিলরুবা বেগম

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!