শ্মশান বধ্যভূমি, মৌলভীবাজার
আজিমনগর-আবদুলপুরের মাঝে ‘বাওড়া’ রেলওয়ে ব্রিজটি মহাশ্মশান নামে আজও খ্যাত। সেটা ছিল আবদুলপুর, মালঞ্চি, আড়ানী, লোকমানপুর, ইয়াছিনপুর, গোপালপুর, ঈশ্বরদী ও নাটোরের গণবন্দিদের বধ্যভূমি। ওয়াগন করে নিয়ে আসা হতো তাদের রাতের আঁধারে। সপ্তাহে একদিন চলত এই হত্যাকাণ্ড। গণহত্যার লাশগুলো স্রোতের প্রবল তোড়ে ভেসে গেলেও কিছু কিছু লাশ আটকে থাকত কিনারে এবং বিক্ষিপ্তভাবে ঝোপ-জঙ্গলে। এসব লাশ ছিল হাত বাঁধা, চোখ বাঁধা, বেয়নেট দিয়ে খোঁচানো, গুলি খাওয়া এবং গলাকাটা। সেখানে কত প্রাণ যে গেছে তা সঠিকভাবে বলা কঠিন
[১২] গোপাল দত্ত
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত