সতীশ পালের বাড়ি গণহত্যা ও গণকবর, সিলেট
মহান স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সিলেট জেলার জকিগঞ্জ গ্রামের চিলের বন্দরে পাকহানাদার বাহিনী বেশ কিছু গণহত্যা করে। পাকিস্তানি হানাদারেরা সিলেটের বিভিন্ন অঞ্চল থেকে মুক্তিযোদ্ধা, তাদের অত্মীয়স্বজন এবং সাধারণ জনগণকে ধরে নিয়ে এসে নৃশংসভাবে গুলি করে হত্যা করত। তারপর শহীদদের লাশগুলোকে গণকবর দিত। পাকহানাদারেরা বিলের বন্দরে ৯ জন মুক্তিযোদ্ধা, ২ জন সৈনিকসহ মোট ২৪ জনকে হত্যা করে।
[৫৫] গুলনাহার তুহীন
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত