You dont have javascript enabled! Please enable it! সপুরা কলোনি গণকবর | রাজশাহী - সংগ্রামের নোটবুক

সপুরা কলোনি গণকবর, রাজশাহী

রাজশাহী উপশহরের সপুরা কলোনি। এই এলাকায় ছিল পাকিস্তান সেনাবাহিনীর মিনি ক্যান্টনমেন্ট। বেশ সুরক্ষিত। রাজশাহী সদরের এসডিও পবা থানার আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক দল ও অন্যরা মিলে গোটা ক্যান্টনমেন্টে এলাকায় খননকাজ চালিয়ে একশটি গণকবরের সন্ধান পান তারা। এই একশটি গণকবর থেকে দশ হাজার মানুষের কঙ্কাল উদ্ধার করা হয়। এই ভয়াবহ দৃশ্যে গোটা এলাকায় এক চাঞ্চল্যের সৃষ্টি হয়। সেদিন এই সংবাদে অশ্রুসজল নয়নে মানুষের ঢল নেমেছিল-কাফেলা ছুটেছিল গণকবরগুলোর দিকে।
[১৩৭] সুকুমার বিশ্বাস

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত