শিমুলপাড়া বিহারি কলোনি নির্যাতন কেন্দ্র, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের আদমজীনগরের মধ্যে একটি বড় ক্যাম্প। এই ক্যাম্পের বাঙ্কারগুলো ছিল উঁচু, দোতালা। দূরের নদীপথে যাতায়াতকারী লঞ্চ, স্টিমার, নৌকা ইত্যাদি নৌযানে (শীতলক্ষ্যা নদীর ওপর দিয়ে যাবার সময়) আক্রমণ চালাত এই বাঙ্কার থেকে। নিরীহ বাঙালিদের হত্যা করে তাদের টাকা-পয়সা লুটপাট করে লাশ নদীতে ফেলে দিত।
প্রতিদিন হাজার হাজার যুবক, শ্রমিককে ধরে এনে পাকসেনা ও তাদের দোসররা নির্যাতন করে। পরে রাজাকাররা ধারালো ছুরি দিয়ে জবাই করে যমঘরের ভেতর।
[১১০] রীতা ভৌমিক
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত