৫ এপ্রিল ১৯৭১ঃ কনভেনশন মুসলিম লীগ সাধারন সম্পাদক এএনএম ইউসুফ বলেন
কনভেনশন মুসলিম লীগের প্রাদেশিক সাধারন সম্পাদক এএনএম ইউসুফ বলেছেন পূর্ব পাকিস্তানের তথাকথিত স্বাধীনতাকামী সরকার না থাকা সত্ত্বেও কলকাতায় ভারতীয় জনগনের বিক্ষোভের তীব্র নিন্দা করেছেন। তিনি বলেন ভারত সরকারের মিথ্যা ও কল্পিত প্রচারনা পূর্ব পাকিস্তানের জনগণকে বিভ্রান্ত করেছে। এ ব্যাপারটা অত্যন্ত পরিস্কার যে বিভাগত্তর হিন্দু সমাজ পাকিস্তান আন্দোলনের ঘোর বিরোধী ছিল এবং পাকিস্তান সৃষ্টির পরেও তারা পৃথিবীর বৃহত্তম মুসলিম রাষ্ট্র পাকিস্তানকে ব্যর্থ করার জন্য উঠে পড়ে লেগেছে। ভারতীয় বেতার পাকিস্তানের বিরুদ্ধে জঘন্য প্রচারনা চালাচ্ছে এবং পাকিস্তানের শান্তিপ্রিয় জনগণকে হয়রানী করার জন্য ভারতীয় নাগরিকরা পাকিস্তানে হামলা চালানো ও বিভিন্ন তৎপরতা চালাচ্ছে। তিনি বলেন পাকিস্তান আমাদের দেশ, জীবনের বিনিময়ে হলেও আমরা পাকিস্তান রক্ষা করে যাব।
নোটঃ কনভেনশন লীগের অল পাকিস্তান সভাপতি ফজলুল কাদের চৌধুরী এদিন পর্যন্ত মুখ খোলেননি এবং টিক্কা খানের সাথেও দেখা করেননি।