৫ এপ্রিল ১৯৭১ঃ কাউন্সিল মুসলিম লীগের শীর্ষ ১০ নেতার বিবৃতি
কাউন্সিল মুসলিম লীগের শীর্ষ ১০ নেতা এক বিবৃতিতে বলেছেন ভারতের পার্লামেন্টে পূর্ব পাকিস্তান সম্পর্কে যে প্রস্তাব গৃহীত হয়েছে তা পাকিস্তানকে ধ্বংস করার আর একটি পদক্ষেপ ছাড়া আর কিছুই নয়। ভারত তাই তার বেতার মারফত মিথ্যা ও অন্যায় প্রচারনা দ্বারা বিশ্ব এর জনমতকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমরা নিশ্চিত যে আমাদের জনগন এই ভিত্তিহীন প্রচারনায় কান দিবেন না। ভারত আমাদের প্রিয় দেশ দখল করার জন্য পূর্ব পাকিস্তান সীমান্তে সৈন্য জড়ো করছে। আমরা দৃঢ় কণ্ঠে ভারতের এই দুরভিসন্ধিমূলক কার্যক্রমের নিন্দা করছি। আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য শত্রুর সকল চেষ্টা ব্যর্থ করার উদ্দেশে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানাচ্ছি। বিবৃতিতে স্বাক্ষর করেন প্রাদেশিক সভাপতি খাজা খয়ের উদ্দিন, কেন্দ্রীয় সাধারন সম্পাদক আবুল কাসেম, সহ সভাপতি একিউএম শফিকুল ইসলাম, প্রাদেশিক সাধারন সম্পাদক আতাউল হক খান, যুগ্ন সম্পাদক আতাউল হক এডভোকেট, যুগ্ন সম্পাদক নুরুল হক মজুমদার, সাংগঠনিক সম্পাদক এ কে এম মুজিবুল হক, ঢাকা শহর সভাপতি সেরাজ উদ্দিন, ঢাকা জেলা সভাপতি সিরাজুল হক ও ঢাকা জেলা সাধারন সম্পাদক।