লাহিড়ীর হাটের গণহত্যা, রংপুর
৭ মে শুক্রবার জুমার নামাজ শেষ হয়েছে লাহিড়ীর হাট (স্থানীয় লোকজন বলে নারীর হাট) মসজিদে। ঠিক সে সময়ে হানাদার বাহিনীর ৪টি ট্রাক এসে দাঁড়াল মসজিদের সামনে। প্রাণভয়ে মুসল্লিরা ছুটতে থাকলেন। ৩২ জনকে ধরে ফেলল হানাদার বাহিনী। পিছমোড়া করে বেঁধে নিয়ে গেল লাহিড়ীর হাট পুকুরপাড়ে। সেখানে গুলি করে হত্যা করল তাঁদের। রংপুর শহর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে রংপুর-বদরগঞ্জ সড়কের পাশে লাহিড়ীর হাট বধ্যভূমির অবস্থান।
[১৭৪] শাহ আব্দুর রাজ্জাক ও মুকুল মোস্তাফিজ
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত