শঙ্করপুর বধ্যভূমি, যশোর
দেশের অন্যতম বধ্যভূমি যশোরের শঙ্করপুর সরকারি হাঁস-মুরগি খামার। এই বধ্যভূমিতে বিহারিরা শত শত মানুষকে হত্যা করেছে। শহরের টপটেরর বিহারি রংবাজরা বিভিন্ন জায়গা থেকে বাঙালিদের ধরে এনে এখানে জবাই করত। তারপর খামারের ভেতরের মুরগি রাখার ৪ ও ৫ নং শেডে লাশ পুঁতে রাখা হতো। এই শেডের পাশে ছিল পাম্প হাউস। এখানে বাঙালিদের জবাই করা হতো। খামারের ১১ নং শেডের পাশে ছিল একটি কুয়া। মরা মুরগি ফেলার এই কুয়াটি ভরে গিয়েছিল বাঙালির লাশে।
[২৬০] ফখরে আলম
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত