শামসুজ্জোহা হলের পেছন সংলগ্ন বধ্যভূমি, রাজশাহী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলকে হানাদাররা নয় মাস ক্যান্টনমেন্ট হিসেবে ব্যবহার করেছিল। হলের পেছনে দীর্ঘ এক বর্গমাইল এলাকা জুড়ে রয়েছে এই বধ্যভূমি। এই বধ্যভূমিতে হাজার হাজার নারী-পুরুষকে পাকসেনা ও তাদের দোসররা ধরে নিয়ে হত্যা করত। এই ছাত্রাবাস থেকে আধ মাইল দূরে পূর্ব কোণে ১৯৭২ সালের ২৩ এপ্রিল আবিষ্কৃত হয় একটি গণকবর। এ সময় পার্শ্ববর্তী মোহনপুর গ্রামের জনগণ জানান, ১৯৭১-এর ৫ ও ৬ মে হানাদাররা ট্রাক ও জিপে করে এসব হতভাগ্য নারী-পুরুষকে এখানে এনে হত্যা করে। এলাকার জনগণ আরও জানান, প্রতিদিন অগণিত নারী-পুরুষকে হাত বাঁধা অবস্থায় জোহা হলের এই বধ্যভূমিতে হত্যা করা হতো।
[৩৪] ডা. এম.এ. হাসান
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত