লাকসাম রেল স্টেশন সংলগ্ন বধ্যভূমি, কুমিল্লা
লাকসাম রেলওয়ে জংশনের দক্ষিণে কেবিন বরাবর পূর্বদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে তৈরি বাঙ্কারে উত্তর-দক্ষিণে এই বধ্যভূমিটির অবস্থান। কুমিল্লা জেলার দক্ষিণাংশ, বৃহত্তর নোয়াখালী এবং চাঁদপুরের হতভাগ্য বাঙালি যুবক-যুবতী, বৃদ্ধা, শিশুদের এখানে এনে হত্যা করে মাটিচাপা দেয়া হতো। দেড়-দুই মিটার গভীর গর্ত করে তার পাশে জীবিত মানুষদের হাত-পা বেঁধে গুলি করা হতো। এরপর লাথি দিয়ে ফেলা হতো গর্তে। গুলি খাওয়ার পরেও যারা জীবিত থাকত তাদেরকেও মৃতদের সাথে মাটিচাপা দেয়া হতো। লাকসাম রেলওয়ের সাবেক মালি শ্রীধাম চন্দ্র দাস বলেন, তিনি নিজের হাতে ১৪-১৫ জনকে মাটিচাপা দিয়েছেন। প্রাণভয়ে বাধ্য হয়ে তিনি পাকবাহিনীর কথায় কবর খুঁড়তেন এবং মৃতদেহ মাটিচাপা দিতেন। এসব লাশের মধ্যে প্রচুর মহিলার লাশও ছিল।
[৩৪] ডা. এম.এ. হাসান
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত