লামাতাশী বধ্যভূমি, হবিগঞ্জ
বাহুবলের লামাতাশী ইউনিয়নের বাইশটি গ্রামে নভেম্বর মাসে পাকিস্তানি বাহিনী ও তাদের এদেশীয় দালাল বাসুক চৌধুরীর নেতৃত্বে হানাদার বাহিনী নিষ্ঠুর তাণ্ডবলীলা চালায়। এ সময় লামাতাশী ইউনিয়নে ভয়াবহ এক পরিস্থিতির সৃষ্টি হয়। লরিভর্তি পাকসেনার প্রচণ্ড শব্দে গোলাগুলি, অগ্নিসংযোগে আতঙ্কগ্রস্ত এক পরিস্থিতি তৈরি হয়। এ সময় প্রতিটি গ্রামের বাড়িঘর ভস্মীভূত হয়। আগুনে ফেলে হত্যা করে সুখময় ধর (রামপুর), অনিলদেব, বিনয় দেবকে। শেষোক্ত দুজন শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন। তা ছাড়া মর্দন সেন নামক ৯০ বছরের এক বৃদ্ধকে হত্যা করে। বশিয়াখালি গ্রামের বসন্ত ঘোষ (৬১), ব্রাহ্মণ গ্রামের ৬৫ বছরের শৈলেন্দ্র সেন, রামপুরের ইন্দ্র মোহন দেব, ডৌকি গাঁওয়ের প্রভা দেব, যাদবপুরের প্রমীলা লাল। এছাড়া গোপাল চন্দ্র দেব ও মুদাহর বাজকে হত্যা করে।
[৬৩] মাহফুজুর রহমান
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত