You dont have javascript enabled! Please enable it!

লাউতা গণহত্যা, সিলেট

সিলেটের লাউতা গ্রামই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দার্শনিক ড. গোবিন্দ চন্দ্র দেবের জন্মভূমি। পাকবাহিনী তাঁকে হত্যা করে একাত্তরের ২৫ মার্চের কালরাতে। এ ছাড়াও এই ইউনিয়নে বিভিন্ন সময় অনেককে বাড়ি থেকে ধরে এনে হত্যা করা হয়। দীর্ঘ নয়টি মাস মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছেন বহু বিয়ানীবাজারবাসী। পাশাপাশি পাক সৈন্যরা তাদের এ দেশীয় দোসর সহচরদের সহায়তায় হত্যা করেছে অগণিত মানুষ। বিয়ানীবাজার থানার অসংখ্য মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। শহীদও হয়েছেন অনেকে।
[৪৬] তাজুল মোহাম্মদ

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!