রেল রোডের একটি গুদাম গণকবর, খুলনা
খুলনায় বিমান হামলা চলাকালীন পথের লোকজন রেল রোড বা রেল কলোনিতে আশ্রয় নিলেই সেখান থেকে তাঁদের ধরে টাকা-পয়সা কেড়ে নিয়ে হত্যা করে ঐ গুদামে ফেলে দেয়া হতো। সে সময় কেরোসিনের খুব অভাব ছিল। তবে স্টেশন রোডে কেরোসিন বিক্রি হতো। তাই সুদূর গ্রামাঞ্চল থেকে ক্রেতারা এসে ভোর থেকে এখানে লাইন দিত। কিন্তু বিমান হামলার সাইরেন বাজলেই তাঁরা আত্মরক্ষার্থে আশপাশে আশ্রয় নিত। তাঁরা জানত না, যেখানে তাঁরা আশ্রয় নিয়েছে, সেটা একটা মরণফাঁদ। এখানে তাঁদের কাছ থেকে বিহারিরা টাকা-পয়সা কেড়ে নিয়ে হত্যা করে ঐ গুদামে ফেলে দিত।
[৩৪] ডা. এম.এ. হাসান
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত