You dont have javascript enabled! Please enable it! রেলওয়ে কালিদহ পাহালিয়া ব্রিজ বধ্যভূমি | ফেনী - সংগ্রামের নোটবুক

রেলওয়ে কালিদহ পাহালিয়া ব্রিজ বধ্যভূমি, ফেনী

রেলওয়ের কালিদহ-পাহালিয়া ব্রিজ আর একটি বধ্যভূমি। কালিদহ ইউনিয়নের কুখ্যাত রাজাকার কমান্ডার আশপাশের গ্রাম থেকে মুক্তিযোদ্ধা সন্দেহে বাঙালিদের ধরে এনে গুলি করে হত্যা করত। প্রত্যক্ষদর্শী আবু আহমদ ১৯৭১ সালে ফেনী ট্রাঙ্ক রোডে পারভীন স্টুডিও চালাতেন। তিনি জানিয়েছেন, বাঙালিদের ধরে এনে হাত-পা বেঁধে দুটি রেলবগিতে তোলা হতো। তারপর রেলবগির পেছন দিক থেকে রেলের ইঞ্জিন বগি দুটিকে ঠেলে পাহালিয়া ব্রিজের গোড়ায় নিয়ে যেত। এখানে আগে থেকেই প্রস্তুত থাকত ঘাতক পাকসেনা আর রাজাকারের দল। এরপর কুখ্যাত রাজাকার নূর ইসলাম হতভাগ্য বন্দিদের বগি থেকে নামিয়ে লাইনে দাঁড় করিয়ে একের পর এক গুলি চালিয়ে হত্যা করে নদীতে ফেলে দিত।
[১৩৭] সুকুমার বিশ্বাস

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত