রেলওয়ে স্টেশন, শিকারপাড়া এবং ফেরিঘাটের আশপাশের এলাকা বধ্যভূমি, খুলনা
খুলনা রেলওয়ে স্টেশন, শিকারপাড়া এবং ফেরিঘাটের আশপাশ এলাকাতেও ছিল বেশ কয়েকটি বধ্যভূমি। স্টেশন রোডের একটি পরিত্যক্ত গুদামের ভেতর বহু মৃতদেহ পাওয়া যায়। গুদামের পেছনে পাকা উঠানের ওপর একটি গভীর নলকূপ রয়েছে। পাকা উঠানটিতে জমাট বাঁধা নর রক্তের বিরাট স্তূপ আবিষ্কৃত হয়েছে। কত লোককে যে সেখানে হত্যা করা হয়েছে তার হিসাব কোনোদিনই পাওয়া যাবে না।
[১৩৭] সুকুমার বিশ্বাস
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত