লক্ষ্মীপুর চণ্ডিদ্বার গণহত্যা, ব্রাহ্মণবাড়িয়া
কসবা উপজেলার (আখাউড়া) লক্ষ্মীপুর ও চণ্ডিদ্বার গ্রামে হানাদার বাহিনীর হামলায় অনেক লোক শাহাদাত বরণ করেন। পাকহানাদার বাহিনীর সদস্যরা এলাকার অনেক নিরীহ লোককে হত্যা করে চণ্ডিদ্বার বাজারের পূর্ব-উত্তর কোণে মুরশিদ মিয়ার বাড়ির পাশে একটি পুকুরে একসঙ্গে অনেক লাশ মাটিচাপা দিয়েছিল। ১৯৭৭ সালে পুকুরটি খনন করার পর এখানে অনেক নরকঙ্কাল
পাওয়া যায়।
[৫৫৮] মো. আ. রহিম
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত