লঞ্চঘাট, সাবজেল নির্যাতন কেন্দ্র ও গণহত্যা, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ লঞ্চঘাট আর মহকুমা সাবজেল ছিল কসাইখানা। লঞ্চঘাটে বাঙালিদের জবাই করে নদীতে ফেলে দেয়া হতো। পাকসেনারা ২৭ এপ্রিল থেকে একটানা পাঁচ দিন বেপরোয়া হত্যাযজ্ঞ চালিয়ে শহরের ৫০০ নারী-পুরুষকে হত্যা করে। পাকসেনারা মে মাসে সিরাজগঞ্জ থানার বাবতী গ্রামে হামলা চালিয়ে ১৭০ জনকে হত্যা করে। কাজীপুর থানার বারইতলা গ্রামে নভেম্বর মাসে হামলা চালিয়ে তারা ২ শতাধিক ঘরবাড়ি জ্বালিয়ে ২০০ মানুষকে নির্মমভাবে হত্যা করে। যমুনাপাড়ের এই শহরটির বিভিন্ন থানায় কমপক্ষে ৩ হাজার লোক মারা পড়েছে। ২৭ এপ্রিলের পর থেকে দেশ মুক্ত হওয়া পর্যন্ত বিশেষ করে সিরাজগঞ্জ লঞ্চঘাটে প্রায় প্রতিদিনই বাঙালিদের হত্যা করে যমুনা নদীতে ফেলে দেয়া হয়েছে। এসব হত্যাযজ্ঞের সঠিক হিসাবে আজ আর কেউ দিতে পারবেন বলে মনে হয় না।
[১৩৭] সুকুমার বিশ্বাস
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত