You dont have javascript enabled! Please enable it! রাজশাহী স্টেশনের দক্ষিণ পাশের বধ্যভূমি | রাজশাহী - সংগ্রামের নোটবুক

রাজশাহী স্টেশনের দক্ষিণ পাশের বধ্যভূমি, রাজশাহী

স্টেশনের দক্ষিণ পাশের বধ্যভূমিতে নরকঙ্কালভর্তি বহু গর্তের সন্ধান পাওয়া গেছে। ‘দৈনিক আজাদ’ প্রতিনিধি ও রাজশাহী জেলা সাংবাদিক ইউনিয়নের জেনারেল সেক্রেটারি মোহাম্মদ আবু সাঈদের লাশও এখানকার একটি গর্ত থেকে উদ্ধার করা হয়। সাংবাদিক সাঈদকে ২৮ জুন পাকিস্তানি দালালরা ধরে নিয়ে যায়। সাঈদকে প্রথমে সার্কিট হাউস এবং পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের বাড়িতে এক সপ্তাহ আটকে রেখে নির্যাতন করা হয়। ৫ জুলাই সাঈদকে অপর ১৫ জনের সঙ্গে জোহা হলে নিয়ে যাওয়া হয়। তাদের সামনে দিনাজপুরের এক রেলওয়ে কর্মচারীকে পিটিয়ে হত্যা করা হয়। সাঈদসহ ১৫ জনের এই দলটিকে ওই লাশ বহন করে নিয়ে রেলওয়ে স্টেশনের দিকে যেতে বাধ্য করা হয়। স্টেশনের পাশেই একটি বাবলা গাছের নিচে তাদের সামনে গর্ত করা হয়। এরপর ১৫ জনের দলটিকে তারা জোর করে গর্তের মধ্যে ঠেলে ফেলে দিয়ে বেয়নেট দিয়ে খোঁচাতে শুরু করে এবং একই সাথে মাটিচাপা দিতে শুরু করে। সৌভাগ্যবশত পিয়ন আবদুল কাদের ও শ্যামপুরের রূপভান মিয়া পরস্পরের সাহায্যে এই মৃত্যুকূপ থেকে উঠে পালিয়ে যেতে সক্ষম হন।
[৩৪] ডা. এম.এ. হাসান

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত