রামচন্দ্রপুর গণহত্যা, গাইবান্ধা
পাক সেনাবাহিনী ও তাদের এদেশীয় দোসররা মিলে ৯ জুন গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের দক্ষিণ রামচন্দ্রপুর গ্রামে হামলা চালায়। সেদিন কিশোরগাড়ীর লোকজন জুমার নামাজ আদায় করতে পারেননি। বেলা ২টার পর আটক করা লোকজনদের মধ্য থেকে ১৬২ জনকে বাছাই করে পেছন দিকে হাতমোড়া করে বেঁধে তাদের কাশিয়াবাড়ী স্কুলমাঠ থেকে ১ কিলোমিটার দক্ষিণে চওড়া-ঘোড়াঘাট সড়কের পাশে দাঁড় করিয়ে দা দিয়ে কুপিয়ে এবং গুলি করে হত্যা করে। এরপরও কেউ জীবিত থাকলে তাকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে। সেদিনের এই গণহত্যার কথা স্মরণ করলে আজও রামচন্দ্রপুর গ্রামের মানুষ শিউরে ওঠেন।
[৫৮৫] হাসিনা আহমেদ
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত