You dont have javascript enabled! Please enable it! 1971.04.05 | মৌলবি ফরিদের বেতার ভাষণ - সংগ্রামের নোটবুক

৫ এপ্রিল ১৯৭১ঃ মৌলবি ফরিদের বেতার ভাষণ

মৌলবি ফরিদ তার বেতার ভাষণে বলেছেন পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রীর শপথের দিন তিনি যে বক্তব্য দিয়েছেন তাতেই ভারতের যোগসাজশ সম্পূর্ণ উন্মোচন হয়ে গেছে। তিনি বলেন ২৬ এর ভোর থেকেই সকল ভারতীয় প্রচার মিথ্যা এবং তা অনুধাবনের জন্য জনগনের প্রতি আহবান জানাচ্ছি। তিনি বলেন টিক্কা খানকে হত্যা, বিমানবন্দর দখল, শহর নিয়ন্ত্রন, ক্যান্টনমেন্ট অবরোধ ইত্যাদি সম্পূর্ণ মিথ্যা প্রচার। এসকল মিথ্যা প্রচারনা পাকিস্তানীদের মনোবল নষ্ট হবে না। দেশ ক্রমেই স্বাভাবিক হচ্ছে। আমরা আমাদের ন্যায্য পাওনা নিয়ে পাকিস্তানে বসবাস করব কখনো ভারতীয় সাম্রাজ্যবাদের ক্রীতদাস হবনা।