রামপুর গণহত্যা, কুমিল্লা
চান্দিনার পার্শ্বস্থিত চান্দিনা থানাধীন মাধাইয়া বাজারের সন্নিকটে (দেবীদ্বার থানা এলাকাধীন) রামপুর গ্রামে রাজাকার আলবদর কর্তৃক যুদ্ধকালীন এক নৃশংস গণহত্যা সংঘটিত হয়। এ গণহত্যায় যাঁরা শহীদ হয়েছিলেন তাঁরা হচ্ছেন:
মওলানা আবদুর রহিম, হেড মৌলভী, মরিচা হাইস্কুল, দেবীদ্বার, আবদুল ওহাব খলিফা, আবদুল জব্বার, স্টার টেইলারিং, কান্দিরপাড়, কুমিল্লা, আব্দুল গফুর, শশীভূষণ সরকার, অরণী বালা সরকার, মহব্বত আলী, তফাজ্জল হোসেন (বয়স ১০-১২)।
হাড়ং গ্রামের বিশিষ্ট মুক্তিযোদ্ধা আ. মান্নান ভুঁইয়ার বাড়ির পাশে তার এক খণ্ড জমি হানাদার ও এদের দোসররা গণকবর হিসেবে ব্যবহার করত। যাকে যেখানে হত্যা করত তাকেই এখানে এনে পুঁতে ফেলত। আ. মান্নান ভূঁইয়ার মাকেও এখানেই মাটিচাপা দিয়েছিল। জানা গেছে, ১৮ জন মুক্তিযোদ্ধাকে এখানে গণকবর দেয়া হয়েছে। এ জমিটি আজও কেউ ব্যবহার করে না।
[১২] আনোয়ারুল হাকিম
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত