রমনা পার্ক গণকবর, ঢাকা
ঢাকা শহরের রমনা পার্কের উত্তর-পূর্ব কোণে বধ্যভূমি ও গণকবরের সন্ধান পাওয়া গেছে। এখানে ইতস্তত বিক্ষিপ্ত মানুষের মাথার খুলি, অস্থির সন্ধান পেয়ে কতিপয় উৎসাহী বাঙালি যুবক ১৯৭২ সালের ফেব্রুয়ারি মাসে কিছু স্থান হালকা খনন করতেই বেশকিছু কঙ্কালের ভগ্নাংশ, জামা-কাপড়, বই-পত্র ইত্যাদি পাওয়া যায়। এতে অনুমান করা হয় নিহতদের অনেকে ছিল তরুণ-কিশোর। এই গণকবরগুলো কতটুকু এলাকাজুড়ে বিস্তৃত তা জানা যায়নি। তবে অনুমান করা হয়, সম্ভবত প্রেসিডেন্ট হাউসে কর্মরত পুলিশ, বিভিন্ন স্থান থেকে গ্রেফতারকৃত শত শত ছাত্র- যুবককে প্রেসিডেন্ট হাউসে এবং এ স্থানে হত্যার পর এখানেই তাদের লাশ মাটিচাপা দেয়া হয়েছে।
[৩৭৮] রোজিনা কাদের
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত