রাইনখোলা বধ্যভূমি, ঢাকা
রাইনখোলা বধ্যভূমি ঢাকা চিড়িয়াখানার কাছে অবস্থিত। স্বাধীনতার পরপরই এটাকে চিহ্নিত করা হয়। একটি উন্নয়ন প্রকল্পের কাজ করতে গিয়ে রাইনখোলা এলাকার ‘ডুইপ’ প্রকল্পে বধ্যভূমিটির সন্ধান পাওয়া যায়। সেখানে একটি পরিত্যক্ত স্যুয়ারেজ রিজার্ভার এবং তার ওপর একটি ছোট পাম্প হাউস ছিল। নিচু জমিটি ভরাট করার শেষ পর্যায়ে পাম্প হাউসটি ভেঙে ফেলা হলে তার নিচে প্রায় পঞ্চাশ ফুট ব্যাস ও পঁচিশ ফুট গভীর একটি স্যুয়ারেজ রিজার্ভারের ভেতর মানুষের দেহাবশেষ পাওয়া গিয়েছিল। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনী, তাদের সহযোগী বিহারি, রাজাকার ও আলবদররা মুক্তিযোদ্ধা ও নিরীহ বাঙালিদের ধরে এনে এখানে হত্যা করে রিজার্ভারের ভেতর ফেলে দিত।
[৩৪] ডা. এম.এ. হাসান
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত