৫ এপ্রিল ১৯৭১ঃ বাহিনী পুনর্গঠন ও প্রতিরোধ যুদ্ধ – দিনাজপুর সৈয়দপুর
দিনাজপুরের ইপিআর ৮ উইং সুবেদার আবদুল মজিদের নেতৃত্বে এক কোম্পানি, ইপিআর ৯ উইং-এর আরেক প্লাটুন ইপিআরসহ সৈয়দপুর – নীলফামারী সদর রাস্তায় সৈয়দপুরের অদূরে দারোয়ানির নিকট প্রতিরক্ষা ঘাঁটি গড়ে তোলে। পাকবাহিনী ভূষিরবন্দর ইপিআর ঘাঁটির দিকে অগ্রসর হলে ইপিআরদের গুলির সম্মুখীন হয়। এতে পাকসেনারা সৈয়দপুরে পিছু হটে। ইপিআর আরেকটুকু এগিয়ে চম্পাতলি অবস্থান নেয়। দশ মাইল এলাকায় পাকিস্তানিদের সাঁজোয়া এবং গোলন্দাজ বাহিনী মুক্তিযোদ্ধাদের উপর অতর্কিতে হামলা চালায়। এত অনেক বাঙালি ইপিআর শাহাদাৎ বরণ করেন এবং অনেকে আহত হন। কুঠিবাড়ীর ইপিআর দলটি দিনাজপুর চলে যায়।