You dont have javascript enabled! Please enable it! 1971.12.20 | মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় গণকবর | মৌলভীবাজার - সংগ্রামের নোটবুক

মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় গণকবর, মৌলভীবাজার

২০ ডিসেম্বর মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়ে এক আকস্মিক বোমা বিস্ফোরণে রহিম বক্স, খোকা, সুলেমান, কাজল পাল, কানু, ইব্রাহিম আলী, প্রদীপ দাস, ইউনুস আলী, আব্দুল আজিজ, আছকর আলী, জহির মিয়া, আসলাম আলী শাহ, রবীন্দ্র ভট্টাচার্য, সত্যেন্দ্র দাস, মো. আব্দুল, নন্দলাল বাউল, মাখন লাল, আব্দুল খালেক, আব্দুল জব্বার, তরণী দেব, সুলেমান মিয়া, ক্ষীতিশ দেব, তরাজ মিয়াসহ মোট ৩১ জন মুক্তিযোদ্ধা নিহত হন। বিজয়ের আনন্দে উদ্বেলিত বীর মুক্তিযোদ্ধারা নিজ নিজ ঘরে ফিরে যাওয়ার প্রাক্কালে স্থানীয় সরকারি উচ্চবিদ্যালয় ভবনে সমবেত হচ্ছিলেন। ঠিক সেই সময় হানাদার পাকবাহিনী এবং তাদের দেশীয় দোসর রাজাকার আলবদরদের পুঁতে রাখা মাইনের আঘাতে মাত্র তিন দিনের স্বাধীন বাংলা থেকে এঁরা হারিয়ে যান চিরদিনের জন্য। বোমার প্রচণ্ড বিস্ফোরণে প্রকম্পিত হয় সমগ্র এলাকা। চূর্ণ-বিচুর্ণ ভবনটির খণ্ড খণ্ড অংশ ভেঙে পড়ে। আর শহীদ বীর মুক্তিযোদ্ধাদের শতছিন্ন দেহ ছড়িয়ে পড়ে চারধারে। এলাকাবাসী এই ছিন্নবিচ্ছিন্ন দেহগুলো একত্র করে স্কুলমাঠ প্রাঙ্গণেই সমাহিত
করেন।
[২৬৪] রিয়াজ আহমেদ

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত