রঘুদত্তকাঠি গণহত্যা, খুলনা
বাধাল ইউনিয়নের রঘুদত্তকাঠি গ্রামটি কচুয়া ও মোরেলগঞ্জ থানার সীমান্তে বিশখালী নদীর তীরে অবস্থিত। ১৯৭১ সালের ৩ মে বিকেল পাঁচটায় পাক সেনাবাহিনী বোঝাই কয়েকটি ট্রাক রঘুদত্তকাঠি বাজারে এসে থামে। দুষ্কৃতকারী খোঁজার অজুহাত দেখিয়ে পাকবাহিনীর হুকুমে রাজাকাররা অত্যাচার শুরু করে। শাড়ি কাপড়ের দোকান থেকে গামছা জোগাড় করে দুজন দুজন করে হাত বেঁধে ফেলে গ্রামবাসী। সারিবদ্ধভাবে তাঁদের দাঁড় করায় খালের ধারে। যেসব নরপশুর এ হত্যাকাণ্ডে অংশ নেয় তারা হচ্ছে আ. লতিফ তালুকদার, সিরাজ মাস্টার, আকিজ উদ্দিন। পরদিন ৪২ জনের লাশ টেনেহিচড়ে রাজাকাররাই রামচন্দ্রপুরে বিশখালি নদীর চরের গর্তে মাটিচাপা দেয়।
[৩৪] ডা. এম.এ. হাসান
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত