রঘুনাথপুর গণহত্যা, গোপালগঞ্জ
পাকবাহিনী ২৫ এপ্রিল গোপালগঞ্জের মানিকদহ ও হরিদাশপুরে প্রবেশ করে। এদের প্রথম লক্ষ্য ছিল হিন্দুপ্রধান এলাকা রঘুনাথপুর (শহর থেকে ৬ মাইল দূরে অবস্থিত)। ২৯ এপ্রিল তারা দু দলে ভাগ হয়ে আক্রমণ চালায়। ৫ দিন ধরে তাদের এই তাণ্ডবলীলা চলে। রঘুনাথপুরে প্রায় ১০০ জনকে তারা হত্যা করে। এরপর তারা সাতপাড়, জলিরপাড়, বিদ্যাধর, কৃষ্ণপুর, শাহাপুরে আক্রমণ চালায়। তাদের ‘কাফের’ নিধন প্রক্রিয়ার নামে চলতে থাকে নির্বিচার হত্যা, অগ্নিসংযোগ ও লুটতরাজ।
[৩৪] ডা. এম.এ. হাসান
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত