মোরেলগঞ্জের হত্যাকাণ্ড, বাগেরহাট
১৮ মে বাগেরহাটের মোরেলগঞ্জ থেকে রাজাকার বাহিনী বাগেরহাটে ফিরে যাবার পর বেশ কিছুদিন মোরেলগঞ্জ রাজাকারমুক্ত ছিল। কিন্তু ২ জুন বুধবার তারা আরো শক্তি সঞ্চয় করে পুনরায় মোরেলগঞ্জে আসে।
পাকবাহিনী সহযোগে রাজাকার বাহিনী মোরেলগঞ্জ নেমেই কয়েকজন হিন্দু ব্যবসায়ীকে হত্যা করে এবং তাদের দোকানপাট আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। একই সময়ে মোরেলগঞ্জ বাজারে অবস্থিত স ম কবীর আহমেদ মধুর বাসভবন ভস্মীভূত করে। একটি বাড়ির ভেতরে কয়েকটি ঘরের সামনে এবং পেছনে তালা লাগিয়ে অগ্নিসংযোগ করা হয়, তার ফলে ঘরের মধ্যে পুড়ে মারা যান শরৎচন্দ্র সাহা নামের এক ব্যবসায়ী। ভুঁইমালী বাড়ির রাধেশ্যাম ভুঁইমালীকে টারমিনালে দাঁড় করিয়ে গুলি করে মারা হয়। এই সুযোগে স্থানীয় লুটকারীরা বাজারের দোকানপাট লুট করে।
[১২৪] স্বরোচিষ সরকার
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত