You dont have javascript enabled! Please enable it!

মোহনপুর গণহত্যা, নওগাঁ

২৩ এপ্রিল পাকসেনাদের হাতে মোহনপুর গ্রমের সিরাজুল ইসলাম, মখরপুর গ্রামের আব্দুর রাজ্জাক, দশপাইকার গ্রামের বাচ্চু ও মমতাজউদ্দিন শহীদ হন। এঁদের লাশ পাওয়া যায়নি। ২৫ এপ্রিল কুমরিয়া গ্রামের মেরু মণ্ডল, জাফরামাজ গ্রামের আকালু মণ্ডল, ফয়েজ মণ্ডল ও আলী মণ্ডলকে হত্যা করে বর্বররা। মোহনপুর গ্রামের তরফদার পাড়ায় মহিলাসহ ১১ জনকে হত্যা করে তারা। এঁরা হলেন রাজশাহী কলেজের গণিত বিভাগের অধ্যাপক ফজলুল রহমান, আজিজুল ইসলাম প্রমুখ। এ ছাড়া আব্দুল জাব্বার, আব্দুল হামিদ, আবদুল আলী ও তাঁর মা এবং ইয়াসিন আলীকে পাকবাহিনী হত্যা করে।
[৩৪] ডা. এম.এ. হাসান

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!