You dont have javascript enabled! Please enable it! মোহাম্মদপুর থানার উত্তর সীমান্ত বধ্যভূমি ও গণকবর | ঢাকা - সংগ্রামের নোটবুক

মোহাম্মদপুর থানার উত্তর সীমান্ত বধ্যভূমি ও গণকবর, ঢাকা

এখানে ৫টি গণকবরের সন্ধান পাওয়া গেছে। এগুলোতে রয়েছে শত শত নরকঙ্কাল। হানাদার পাকবাহিনী ও তাদের এদেশীয় সহযোগী রাজাকার- আলবদররা নারী-পুরুষ-শিশু নির্বিশেষে নিরীহ বাঙালিদের এখানে হত্যার পর মাটিচাপা দিত। প্রাপ্ত বেশ কয়েকটি কঙ্কালের খুলিতে লম্বা চুল ও চুড়ি দেখে বোঝা যায় এগুলো নারীদের দেহাবশেষ। উল্লেখ্য, স্থানীয় অধিবাসীদের বক্তব্য অনুযায়ী এ এলাকায় আরও অনেক গণকবর রয়েছে।
[৩৮৩] রোজিনা কাদের

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত