মৌলভীবাজার বধ্যভূমি ও গণকবর, মৌলভীবাজার
মৌলভীবাজার বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে কুমিল্লা সেনানিবাসের এরিয়া কমান্ডারের প্রতিনিধি মেজর নজরুল ইসলাম ও মেজর আপিল চৌধুরী যে বধ্যভূমিগুলো চিহ্নিত করেন সেগুলো হলো :
* সদর থানার কামালপুর ইউনিয়নের বাড়ন্তি নালিউড়ি সড়কের উত্তর পাশের
গণকবর।
* কাগাবলা ইউনিয়নের নড়িয়া গ্রামে কামিনী দেবের বাড়ির দক্ষিণ পাশে গণকবর।
* বাড়নগর থানার পাঁচগাও ইউনিয়নের পাঁচগাও গ্রামের হিরনায় দাসের দিঘির পাড়ের গণকবর।
* কুলাউড়া থানার হাকাতির দিঘির পাড়ের গণকবর।
* বড়লেখা থানার সায়পুর গণকবর।
* কুলাউড়া রেলস্টেশনের দক্ষিণে রেল লাইনের পূর্ব পাশে গণকবর।
* কমলগঞ্জ থানার শমসের নগর বিমান ঘাঁটিসংলগ্ন গণকবর।
* শ্রীমঙ্গল থানার ভাড়ডিড়া চা বাগান গণকবর।
[২৬৪] রিয়াজ আহমেদ
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত