You dont have javascript enabled! Please enable it! 1971.12.04 | মেঘনা টেক্সটাইল মিল গণহত্যা | গাজীপুর - সংগ্রামের নোটবুক

মেঘনা টেক্সটাইল মিল গণহত্যা, গাজীপুর

গাজীপুর জেলার টঙ্গী এলাকায় ১৯৭১-এর ৫ মার্চ এক বিশাল শ্রমিক প্রতিবাদ মিছিল মেঘনা টেক্সটাইল মিলের সামনে দিয়ে যাবার সময় পাক হানাদাররা বেপরোয়া গুলিবর্ষণ করে। ইস্রাফিল, মোতালেব ও হারিছ উদ্দিনসহ চারজন শ্রমিক সেদিন নিহত হন। ৪ ডিসেম্বর পাকহানাদার বাহিনী মুক্তিযোদ্ধাদের ধরতে বাটা সু কোম্পানিতে এলে দুজন বীর প্রতিরোধ গড়ে তুলেছিলেন, এঁরা হলেন গোলাম কিবরিয়া ও আবদুস সোবহান। পাকবাহিনী এ দুজনকে গুলি করে হত্যা করে। তৎকালীন বাটা সু কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মি. উইন্ডার ল্যান্ড (যিনি একমাত্র বিদেশী বীরপ্রতীক) মুক্তিযোদ্ধাদের অনেক সহযোগিতা করেন।
[৩৪] ডা. এম.এ. হাসান

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত